নতুন নোটিশঃ
# ফাজিল ১ম,২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২০ইং এর ফরম ফিল-আপ চলছে     # সামাজিক দুরুত্ত বজায় রেখে চলাফেরা করুন। Stay Safe - Stay Home     # ওয়েবসাইটের কাজ চলমান। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।    
প্রধান শিক্ষক কার্যালয়
প্রধান ফটক
একাডেমিক ভবন ১
একাডেমিক ভবন ২
মাদ্রাসা মসজিদ
মাদ্রাসা ছাত্রাবাস
মাদ্রাসা লাইব্রেরী

অধ্যক্ষ বানী


এ এইস এম শহীদুল ইসলাম

অধ্যক্ষ,

জোড়া নজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসা - বগুড়া।


 বিসমিল্লাহির রাহমানির রাহীম,

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাকে এক যুগের বেশি সময় ধরে সুনাম ও সুখ্যাতির সাথে বগুড়া জেলাধীন শাজাহানপুর উপজেলার অতি সুপ্রাচীন ঐতিহ্যবাহী সুনামধন্য জোড়া কামিল মাস্টার্স মাদ্রাসায় অধ্যক্ষ পদে অধিস্ট রেখেছেন। দরুদ ও সালাম প্রকাশ করছি প্রিও নবী ও রাসুল (সাঃ) এর উপর যিনি সমস্ত মানব জাতীর জন্য রহমত ও হেদায়েতের প্রতিক। যার দেখানো পথই আমাদের একমাত্র পথ।

প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠান দেশ, জাতি ও মানবতার কল্যাণে এবং বিশেষ ধর্মীয় ও আধুনিক শিক্ষা বিস্তারে অশেষ অবদান রেখে আসছে। এ মাদ্রাসা সর্বদা যুগের চাহিদা ও সময়ের দাবির সাথে সমন্বয় সাধন করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির যুগে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিজস্ব ডায়নামিক ওয়েবসাইট থাকা খুবই জরুরী। এরই ধারাবাহিকতায় একবিংশ শতাব্দীর ডিজিটাল বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে জোড়া নজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসা-এর নিজস্ব ডায়নামিক ওয়েবসাইট নতুন আঙ্গিকে চালু করতে যাচ্ছি, যা বাংলাদেশের মাদ্রাসা অয়নে আধুনিকতায় একধাপ এগিয়ে যাবে। আল্লাহর মেহেরবানিতে ওয়েবসাইট নতুন আঙ্গিকে চালু করতে পারায় আমরা আনন্দিত। মাদ্রাসার সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক ও সর্বসাধারণ এই ওয়েবসাইট ব্রাউজ করে প্রয়োজনীয় তথ্যাবলী সম্পর্কে অবগত হতে পারবেন-ইনশাআল্লাহ।

গুগল মানচিত্রে মাদ্রাসা