নতুন নোটিশঃ
# ফাজিল ১ম,২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২০ইং এর ফরম ফিল-আপ চলছে     # সামাজিক দুরুত্ত বজায় রেখে চলাফেরা করুন। Stay Safe - Stay Home     # ওয়েবসাইটের কাজ চলমান। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।    
প্রধান শিক্ষক কার্যালয়
প্রধান ফটক
একাডেমিক ভবন ১
একাডেমিক ভবন ২
মাদ্রাসা মসজিদ
মাদ্রাসা ছাত্রাবাস
মাদ্রাসা লাইব্রেরী


মাদ্রাসা শব্দটি আরবী যা বাংলায় বিদ্যালয়, পাঠশালা, শিক্ষা নিকেতন ইত্যাদি অর্থে ব্যাবহারিত হয়। মাদ্রাসা শব্দটি এমন একটি নাম যা শুনা মাত্র প্রকৃত মুসলমানদের মনে একটা অনুপম অনুভূতি ও শ্রোদ্ধাভাব জেগে উঠে যা বিদ্যালয় শব্দে হয় না। অর্থাৎ মাদ্রাসা মানেই আল্লাহ, রাসুল, দ্বীন, আখেরাত, কোরআন, হাদিস ইত্যাদির সাথে পরিচয় করার স্থান। যদিও বর্তমান কালে স্কুল কলেজের যাবতীয় পুস্তকও মাদ্রাসায় পড়ানো হয়। তারপরেও পবিত্র কোরআন, হাদিসের শিক্ষাই প্রাধান্য পায়। তাই মাদ্রাসার মুহাব্বত মুসলমানদের একটি সহজাত তথা জন্মসূত্রে গাঁথা।

গুগল মানচিত্রে মাদ্রাসা